ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলবে লঞ্চ-স্পিডবোট-ট্রলার

ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলবে লঞ্চ-স্পিডবোট-ট্রলার

অনলাইন ডেস্ক

লকডাউন শিথিল হওয়ায় নৌযান পরিচালনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। তবে তা চলবে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে।

১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ছয়টা পর্যন্ত এভাবে নৌযান পরিচালনার কথা আজ মঙ্গলবার এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ।

জানানো হয়, যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এরপর মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী ২৩ জুলাই সকাল থেকে ৫ আগস্ট পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের যাত্রীবাহী নৌযান (লঞ্চ, স্পিডবোট, ট্রলার ও অন্যান্য) চলাচল বন্ধ থাকবে।

আজ মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে করোনা নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল ঘোষণা করেছে।

 

সম্পর্কিত খবর