ইরাকের হাসপাতালের অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬৪

ইরাকের হাসপাতালের অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬৪

অনলাইন ডেস্ক

ইরাকের দক্ষিণাঞ্চলের নাসিরিয়া শহরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে করোনা আক্রান্ত রোগীসহ নিহত বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। আগুনের ভয়াবহতায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরাকের সংবাদ মাধ্যম আইএনএর জানায়, নিহতদের মধ্যে পাঁচজন মেডিক্যাল স্টাফ, দুজন নার্স, তিন নারী এবং ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মী রয়েছেন।  

এ ছাড়া এখনও অনেক মানুষ হাসপাতালের ভেতরে আটকা পড়ে আছে তাই মৃতের সংখ্যা ১০০ বা তার চেয়ে বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজিমি ঘটনাস্থল পরিদর্শন করতে নাসিরিয়া গেছেন এবং সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন।

সূত্র : বিবিসি

আরও পড়ুন

মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস বিক্রি করা যাবে না

বরিশাল নগরীর ৬টি কেন্দ্রে মডার্নার টিকা প্রদান শুরু

কোনাবাড়িতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় ত্রাণ সহায়তা ও সেনা টহল কার্যক্রম পরিদর্শন করলেন সেনা প্রধান

news24bd.tv/এমিজান্নাত