এক নাগাড়ে ২৫ দিন ঘুমান তিনি!

এক নাগাড়ে ২৫ দিন ঘুমান তিনি!

অনলাইন ডেস্ক

একবার ঘুমালে এক নাগাড়ে ২৫ দিন পর্যন্ত ঘুমান তিনি। তাই ঘুমের মধ্যে  তাকে খাওয়ায় তার পরিবার। গোসলও করা হয় ঘুমের মধ্যেই।  

 ৪২ বছর বয়সী এই ব্যক্তি অ্যাক্সিস হাইপারসোমনিয়া নামে বিরল এক রোগে আক্রান্ত।

 ভারতের রাজস্থানের নাগাউয়ের বাদওয়া গ্রামের বাসিন্দা পুরখারাম। বছরে ৩৬৫ দিনের মধ্যে ৩০০ দিনই ঘুমিয়ে কাটান তিনি। এজন্য বাস্তব জীবনের ‘কুম্ভকর্ণ’ খেতাব তিনি।

রামায়ণে রাবণের ছোট ভাইয়ের নাম কুম্ভকর্ণ।

তিনি একটানা ছয় মাস পর্যন্ত ঘুমিয়ে কাটাতেন। মানুষজনকে সাধারণত দিনে ৬-৮ ঘণ্টা ঘুমিয়ে কাটাতে পরামর্শ দেয়া হয়। কিন্তু পুরখারাম একটানা ২৫ দিন ঘুমিয়ে কাটান। ২৩ বছর আগে তার এই বিরল রোগ ধরা পড়ে।

তার এই বিরল রোগের কারণে মাসে মাত্র পাঁচদিন দোকান চালাতে পারেন পুরখারাম। তিনি একবার ঘুমিয়ে পড়লে তাকে জাগিয়ে তোলা খুবই কঠিন। প্রথম প্রথম পুরখারামের পরিবার তার চিকিৎসার চেষ্টা করেছিল। তখন দিনে টানা ১৫ ঘণ্টা ঘুমাতেন পুরখারাম।

কিন্তু দিন যত গড়িয়েছে পুরখারামের ঘুমের পরিমাণও তত বেড়েছে। ঘণ্টা পেরিয়ে তা কয়েকদিনে গড়িয়েছে। তার অবস্থার এতটাই অবনতি হয়েছে যে, তিনি এখন এক নাগাড়ে ২৫ দিন পর্যন্ত ঘুমান।  

পুরখারাম বলেন, চিকিৎসার পাশাপাশি অতিরিক্ত ঘুমানোর পরও তার শরীর অধিকাংশ সময় ক্লান্ত থাকে। তার কর্মক্ষমতা প্রায় নেই বললেই চলে।  

news24bd.tv/আলী