কোপার সেরা একাদশে আর্জেন্টাইনদের জয়জয়কার

কোপার সেরা একাদশে আর্জেন্টাইনদের জয়জয়কার

অনলাইন ডেস্ক

লাতিন আমেরিকার বিশ্বকাপ খ্যাত কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।   দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা কাটাতে ফাইনালে মেসিরা হারায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে। টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। এতে জয়জয়কার দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবলারদের।

চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ৪ জন এবং রানার্সআপ ব্রাজিলের ৩ ফুটবলার স্থান পেয়েছেন কোপা'র সেরা একাদশে। এছাড়া বাকি ৪ জন হলেন চিলি, ইকুয়েডর, কলম্বিয়া ও পেরুর ফুটবলার।

গোলরক্ষক হিসেবে রাখা হয়েছে আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজকে। সেরা একাদশ ঘোষণা করা হলেও এতে কাউকে অধিনায়ক করা হয়নি।

কোপা আমেরিকার সেরা একাদশ:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)
ডিফেন্ডার: মাউরিসিও ইসলা (চিলি), ক্রিশ্চিয়ানো রোমেরো (আর্জেন্টিনা), মার্কুইনহোস (ব্রাজিল), পারভিস এস্তুপিনান (ইকুয়েডর)

মিডফিল্ডার: ইয়োশিমার ইয়োতুন (পেরু), ক্যাসিমিরো (ব্রাজিল), রদ্রিগো ডি পল (আর্জেন্টিনা)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (আর্জেন্টিনা), নেইমার (ব্রাজিল), লুই ডিয়াজ (কলম্বিয়া)

আরও পড়ুন:


অক্সফোর্ডের দ্বিতীয় ডোজের টিকা আগস্ট থেকে: সেব্রিনা ফ্লোরা

বাগেরহাটে ৫০০ কর্মহীন পরিবারকে পুনাকের খাদ্য সহায়তা

রূপগঞ্জে সেই কারখানার সামনে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫

news24bd.tv/আলী