বিশেষ দিনে সুরা দুখান পাঠে মাফ হবে সকল গুনাহ

বিশেষ দিনে সুরা দুখান পাঠে মাফ হবে সকল গুনাহ

অনলাইন ডেস্ক

পবিত্র আল কোরআনের প্রত্যেকটি হরফে রয়েছে সওয়াবের ভান্ডার। এর মধ্যে অন্যতম একটি হলো সুরা দুখান।

হাদিসে সুরা দুখান পাঠ করার ফজিলতের কথা উল্লেখ আছে।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি জুমার রাত্রি অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে সুরা দুখান পাঠ করবে সকাল হওয়ার পূর্বেই সকল গুনাহ মাফ করে দেওয়া হবে তার।

আরও পড়ুন:


ইরাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে আগুন, নিহত ৫২

ওজন বাড়াতে হলে দুপুরে ঘুমাতে হবে

চট্টগ্রামে তাবিজ করে প্রেমিকাকে না পেয়ে নারী কবিরাজকে হত্যা

হজরত উমামা (রা.) হতে বর্ণিত রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি জুমার রাত্রিতে অথবা জুমার দিন সুরা দুখান পাঠ করবে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। (কুরতুবী)

news24bd.tv রিমু

 

এই রকম আরও টপিক