ঈদে আসছে রোড টু মিডিয়া

ঈদে আসছে রোড টু মিডিয়া

Other

স্যুটিং! এ আর এমন কি? গুটি কয়েক শিল্পি আর কোন রকম ব্যবস্থাপনা থাকলেই যে কেউই তো বানাতে পারে, নাটক বা সিনেমা। এমন ধারণা নিয়ে অনেকেই আসেন মিডিয়ায়। তারপর কিছু একটা বানিয়ে প্রচার চালায় তোড় জোড়। এমন বিষয়কে উপজীব্য করে এবারে নির্মিত হচ্ছে ঈদের নাটক রোড টু মিডিয়া।

লাইট, ক্যামেরা, অ্যাকশন। সুটিং'এ এই তিন শব্দ আমজনতার কাছে সব থেকে আকর্ষনীয়।

নাটক হোক কিংবা সিনেমা, সৃজনশীল এ পেশার ব্যক্তিদের কাজ কিন্তু কম পরিশ্রমের নয়। অভিনয় থেকে শুরু করে টেকনিক্যাল সাপোর্ট, সবগুলো মাধ্যমেই প্রয়োজন দক্ষ এবং বিচক্ষণ জনবল।

তবে কারো কারো কাছে স্যুটিং মানেই নিছক বিনোদন। ভ্রান্ত এই ধারণাকে উপজীব্য করে নির্মিত হচ্ছে নাটক রোড টু মিডিয়া। যার পরিচালক জিয়াউর রহমান জিয়া।

আরও পড়ুন:


কর্মস্থলে শ্রমিকের মৃত্যু থামছেই না

যে কারণে এফডিসিতে এবার ছয়টি গরু কোরবানী দেবেন পরিমনি

ওজন বাড়াতে হলে দুপুরে ঘুমাতে হবে

আমিনুল ইসলাম চৌধুরী, মীর সাব্বির, ফারজানা রিক্তা, রুমি, বাচ্চুসহ এক ঝাঁক তারকা শিল্পির অংশগ্রহণে সম্প্রতি সম্পন্ন হয়েছে নাটকটির দৃশ্যধারণ।  

এবারের ঈদুল আযহায় বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে নাটকটি।

news24bd.tv রিমু 

এই রকম আরও টপিক