গেল ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় আরও ১৩ জনের মৃত্যু

গেল ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় আরও ১৩ জনের মৃত্যু

Other

কুষ্টিয়ায় টানা ৩৩ দিনের লকডাউন শেষ হচ্ছে আজ। কিন্তু করোনার সংক্রমণ ও মৃত্যু কমেনি। গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা শনাক্ত হয়ে ১১ জন,  করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়।

বুধবার (১৪ জুলাই) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম বলেন, মঙ্গলবার (১৩ জুলাই ) সকাল ৮টা থেকে আজ বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়েছে।   আর একজন ভর্তি ছিলেন কুমারখালী উপজেলা হাসপাতালে।

জেলা প্রশাসনের হিসেবে, ২৪ ঘন্টায় আরো ৩২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

নমুনা পরীক্ষায় গতদিনের চেয়ে শনাক্তের হার ৭ বেড়ে ৩৬ শতাংশ হয়েছে।

গত ৭ দিনে কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে ৮৩ জনের মৃত্যু হয়েছে। এই ৭ দিনে জেলায় ১৭শ’ ৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত শুধুমাত্র করোনা আক্রান্ত হয়ে ৩৬৯ জনের মৃত্যু হলো।

আরও পড়ুন


ঈদের জামাত নিয়ে নতুন নির্দেশনা দিল ধর্ম মন্ত্রণালয়

করোনায় একদিনে এত মৃত্যু দেখেনি রাজশাহী

কর্মস্থলে শ্রমিকের মৃত্যু থামছেই না

মালালার ছবি থাকায় পাঠ্যবই বাজেয়াপ্ত করলো পাকিস্তান!


কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে রোগীর চাপ বেড়েই চলেছে। তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল মোমেন জানান, ২শ’ বেডে করোনা ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৭৯ জন। এদের মধ্যে করোনা শনাক্ত রোগী ২০৫ জন। বাকীরা উপসর্গ নিয়ে ভর্তি আছেন। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে। চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।

এদিকে, চলমান ১৪ দিনের লকডাউনের শেষ দিন অনেকটাই ঢিলেঢালাভাবে চলছে। শহরে-গ্রামে মানুষ স্বাভাবিকভাবেই চলাচল করছে। অধিকাংশ মানুষই স্বাস্থ্যবিধি মানছে না।

news24bd.tv এসএম

এই রকম আরও টপিক