ডি মারিয়াকে ছাড়াই কোপার সেরা একাদশ ঘোষণা

ডি মারিয়াকে ছাড়াই কোপার সেরা একাদশ ঘোষণা

অনলাইন ডেস্ক

দীর্ঘ ২৮ বছর কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। যার গোলে আর্জেন্টিনা শিরোপা জিতেছে সেই ডি মারিয়াকেই  রাখা হয়নি কোপার সেরা একাদশে।   

চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও রানার্সআপ ব্রাজিলের খেলোয়াড়দেরই আধিক্য সেরা একাদশে। কোপা আমেরিকার আয়োজক কনমেবল মঙ্গলবার টুর্নামেন্ট সেরা একাদশ ঘোষণা করে।

একাদশে সর্বোচ্চ চারজন আর্জেন্টাইন, ব্রাজিলের আছেন তিনজন।

একাদশের গোলরক্ষক আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। চ্যাম্পিয়ন দল থেকে একাদশে সুযোগ পাওয়া বাকি তিনজন হলেন, ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো, মিডফিল্ডার রদ্রিগো দে পল এবং ফরোয়ার্ড লিওনেল মেসি। তবে জায়গা মেলেনি ডি মারিয়ার।

এদিকে ব্রাজিল দল থেকে অনুমেয়ভাবেই একাদশে আছেন মেসির সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া নেইমার। আর রানার্সআপ দল থেকে জায়গা করে নেওয়া বাকি দুই খেলোয়াড় হচ্ছেন ডিফেন্ডার মার্কুইনস ও মিডফিল্ডার ক্যাসেমিরো।

একাদশে সুযোগ পেয়েছেন একুয়েডরের লেফট ব্যাক পেরভিস এস্তুপিনান, পেরুর মিডফিল্ডার ইয়োশিমার ইয়োতুন ও চিলিয়ান রাইট ব্যাক মাউরিসিও ইসলা।

মেসি-নেইমারদের সঙ্গে ফরোয়ার্ড হিসেবে একাদশে আছেন কলম্বিয়ার লুইস দিয়াজ। মেসির সঙ্গে টুর্নামেন্টের যৌথ সর্বোচ্চ চার গোল এই ২৪ বছর বয়সী ফুটবলারের। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পেরুর বিপক্ষে করেন জোড়া গোল।

কোপা আমেরিকার সেরা একাদশ:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।

ডিফেন্ডার: ক্রিস্তিয়ান রোমেরো (আর্জেন্টিনা), মার্কুইনস (ব্রাজিল), পেরভিস এস্তুপিনান (একুয়েডর) ও মাউরিসিও ইসলা (চিলি)।

মিডফিল্ডার: রদ্রিগো দে পল (আর্জেন্টিনা), ক্যাসেমিরো (ব্রাজিল) ও ইয়োশিমার ইয়োতুন (পেরু)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (আর্জেন্টিনা), নেইমার (ব্রাজিল) ও লুইস দিয়াজ (কলম্বিয়া)।

আরও পড়ুন:


বাবরের রেকর্ড গড়া সেঞ্চুরির পরও হোয়াইটওয়াশের লজ্জায় পাকিস্তান

ইসরাইলের নয়া প্রেসিডেন্টের সঙ্গে এরদোগানের ফোনালাপ

ঈদযাত্রা: আজ পাওয়া যাবে যে তারিখের টিকিট

যে কারণে এফডিসিতে এবার ছয়টি গরু কোরবানী দেবেন পরিমনি


 

news24bd.tv নাজিম