এরশাদ নিপাট ভদ্রলোক ছিলেন, অন্যকে সম্মান করতে জানতেন

এরশাদ নিপাট ভদ্রলোক ছিলেন, অন্যকে সম্মান করতে জানতেন

Other

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। নব্বই বছর বয়সে ২০১৯ সালের আজকের এই দিনে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মারা যান তিনি।

বর্ষীয়ান এই রাজনীতিকের স্মৃতিচারণ করেছেন বরেণ্য সাংবাদিক পীর হাবিবুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি একটি পোস্ট দিয়েছেন।

পোস্টটিতে এরশাদের সঙ্গে তোলা নিজের একটি ছবিও দিয়েছেন তিনি।  

আরও পড়ুন:


বাবরের রেকর্ড গড়া সেঞ্চুরির পরও হোয়াইটওয়াশের লজ্জায় পাকিস্তান

ইসরাইলের নয়া প্রেসিডেন্টের সঙ্গে এরদোগানের ফোনালাপ

ঈদযাত্রা: আজ পাওয়া যাবে যে তারিখের টিকিট

যে কারণে এফডিসিতে এবার ছয়টি গরু কোরবানী দেবেন পরিমনি


নিউজ টোয়েন্টিফোর বিডি ডট টিভি’র পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো:-

তিনি লিখেছেন, ‘সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদের সাথে পেশাগত কারণে ও ব্যক্তিগত জীবনের আড্ডার অনেক স্মৃতি আছে। আজ তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। আল্লাহ তাকে জান্নাত দিন।

একজন মৃত মানুষকে নিয়ে এখানে কেউ কোন বিরুপ মন্তব্য করবেন না। তিনি একজন নিপাট ভদ্রলোক ছিলেন, অন্যকে সম্মান করতে জানতেন। ’

পীর হাবিবুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক  (ফেসবুক থেকে নেওয়া)

news24bd.tv নাজিম