সাতক্ষীরায় মেডিকেলে আজও ৯ জনের মৃত্যু

সাতক্ষীরায় মেডিকেলে আজও ৯ জনের মৃত্যু

Other

সাতক্ষীরায় কোন ভাবে থামছে না মৃত্যুর মিছিল। প্রতিদিনই করোনা আক্রান্ত  ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর মৃত্যুর সংখ্যা বাড়ছে। সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৯ জন।

আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে  আরও ৪৩৯ জনের। গত ২৪ ঘণ্টায় ২৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।  

২৫০ শয্যার সাতক্ষীরা করোনা ডেডিকেটেড এই হাসপাতালে বর্তমানে ২৬৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা পজেটিভ রোগীর সংখ্যা ১৯ জন।

আরও পড়ুন


তাঁর কবিতা পড়ে বুঝলাম উনি শব্দ নয়, বাক্যকে আক্রমণ করে

সংলাপের ওপর নির্ভর করছে তালেবানের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা: ইরান

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ২

গেল ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় আরও ১২ জনের মৃত্যু


সেন্টাল অক্সিজেন সিস্টেম চালু থাকলেও আসন ও ডাক্তার সংকট তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। ৫৮ জন ডাক্তারের বিপরীতে ৩১ জন কর্মরত আছে। বাকী ২৭টি শুন্যপদ নিয়ে চলছে চিকিৎসা সেবা কার্যক্রম।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, জনসচেতনতার অভাবে জেলা করোনা সংক্রমন ও মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। করোনা সংক্রমণ প্রতিরোধে তিনি এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলার ও মাস্ক পরার আহবান জানান।

news24bd.tv এসএম