বরিশাল শেবাচিম হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু

বরিশাল শেবাচিম হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু

Other

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। কমেছে চিকিৎসাধীন রোগীর সংখ্যা। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সব শেষ শনাক্তের হার আবারও কিছুটা বেড়েছে।

হাসপাতালের পরিচালক কার্যালয়ের সূত্র জানায়, গতকাল মঙ্গলবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৩১১ জন।

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে আজ বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসায় সুস্থ্য হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৩৭ জন করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩ জনের করোনা পজেটিভ।

অপর ১০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও পায়নি কর্তৃপক্ষ। সব শেষ আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২৫৯ জন রোগী। চিকিৎসাধীন ২৫৯ জনের মধ্যে ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে।  

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার বেড়েছে। সব শেষ গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় প্রকাশিত রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১১৮ জনের করোনা পজেটিভ হয়েছে। শনাক্তের হার ৬২.৭৬ ভাগ।  

এর আগের দিন (সোমবার) পিসিআর ল্যাবে শনাক্তের হার ছিলো ৫৫ ভাগ। গত বছর ৮ এপ্রিল বরিশালে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।

আরও পড়ুন


বাঙালিকে বিশ্বজয় করতে হলে তাকে তার পান্তা ভাত দিয়েই এগুতে হবে

সাতক্ষীরায় মেডিকেলে আজও ৯ জনের মৃত্যু

তাঁর কবিতা পড়ে বুঝলাম উনি শব্দ নয়, বাক্যকে আক্রমণ করে

সংলাপের ওপর নির্ভর করছে তালেবানের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা: ইরান


গত বছরের ১৭ মার্চ করোনা ওয়ার্ড চালুর পর থেকে এ পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে ৮৬৮ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ২৩৪ জনের করোনা ছিলো পজেটিভ।

এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ৬ জেলা ও মহানগরে নতুন করে আরও ৫৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে চিকিৎসায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৬৩ জন রোগী। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে বরগুনার ৪জন, বরিশালের ৩জন এবং ২জন পটুয়াখালী জেলার।  

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারি পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বিভাগের এই করোনা তথ্য নিশ্চিত করেছেন।

news24bd.tv এসএম