ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাংবাদিকের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাংবাদিকের মৃত্যু

অনলাইন ডেস্ক

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আবুল কালাম আজাদ (বিপ্লব) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। গতকাল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিন। তার বয়স হয়েছিল ৪৯ বছর।

আবুল কালাম আজাদ (বিপ্লব) প্রথম আলোর সম্পাদনা সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, বিপ্লবকে সোমবার সকালে রাজধানীর বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দুপুরে তিনি মারা যান। বুধবার সকালে তার মরদেহ রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

আরও পড়ুন:


বাবরের রেকর্ড গড়া সেঞ্চুরির পরও হোয়াইটওয়াশের লজ্জায় পাকিস্তান

ইসরাইলের নয়া প্রেসিডেন্টের সঙ্গে এরদোগানের ফোনালাপ

ঈদযাত্রা: আজ পাওয়া যাবে যে তারিখের টিকিট

যে কারণে এফডিসিতে এবার ছয়টি গরু কোরবানী দেবেন পরিমনি


জুরাইনের বাসিন্দা আবুল কালাম আজাদ বাবা, স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

তাঁর এক ছেলে দশম শ্রেণি ও আরেক ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র।

news24bd.tv নাজিম