খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা

খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা

Other

করোনা পরিস্থিতি মোকাবিলায় মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়িতে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। বুধবার (১৪ জুলাই) সকালে খাগড়াছড়ি রিজিয়নের সদর জোনের উদ্যোগে সরকারি কলেজ মাঠে ১শ ৮০ পরিবারের মাঝে এই ত্রাণ সহায়তা বিতরণ করা করা হয়।

খাদ্য সামগ্রীর হিসেবে প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, আধা কেজি চিনি এবং আধা কেজি লবণসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী এবং করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়।

ত্রাণ সহায়তা অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লে. কর্ণেল তৌফিকুল বারী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


দক্ষিণ আফ্রিকায় সহিংস বিক্ষোভ-দাঙ্গা ও লুটতরাজে নিহত ৭২

লন্ডনে ১ আগস্ট নৌকা বাইচ, থাকছে ক্যারাম ও লুঙ্গি দৌড় প্রতিযোগিতা

কিউবায় সরকারবিরোধী বিক্ষোভে প্রথম মৃত্যু, মার্কিন মদতের অভিযোগ

দায় না নিলে দাঁড়াবে না


খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্নেল তৌফিকুল বারী বলেন, করোনা মহামারী শুরুর পর থেকেই দেশের সংকটময় মুহূর্তে জনসাধারণের সেবায় পাশে আছে বাংলাদেশ সেনাবাহিনী। মহামারী করোনা ও দেশের সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সেনা কর্মকর্তারা বলেন, বিগত সময়ের মত করোনা সংকট মোকাবেলায় দেশের মানুষের পাশে সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত থাকবে। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে আরও সর্তক হতে হবে।

news24bd.tv এসএম