দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জন

দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জন

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে হাজতে পাঠানোর প্রতিবাদে সহিংস বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। সোমবার রাতে দেশটির একটি শপিং মিলে পদদলিত হয়ে নিহত হয়েছেন ১০ জন। সহিংসতা নিরসনে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

দুর্নীতি মামলার তদন্তের সময় আদালত অবমাননার দায়ে ১৫ মাসের কারাদণ্ড পাওয়ার পর গেল সপ্তাহে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন জুমা।

এর পর থেকেই শুরু হয় তার সমর্থকদের বিক্ষোভ। এক বিবৃতিতে দেশটির পুলিশ জানিয়েছে, বিক্ষোভে উস্কানিদাতা হিসেবে ১২ জনকে শনাক্ত করেছে তারা। এখন পর্যন্ত আটক হয়েছে ১ হাজার ২৩৪ জন।

আরও পড়ুন

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার; মামলা দায়ের

চীনে হোটেলের ভবনধসে ৩৬ ঘণ্টায় ১৭ মরদেহ উদ্ধার

পরশু পর্যন্ত ডেঙ্গু রোগী বাড়ছিলো : মেয়র তাপস

মমতা ব্যানার্জির সাদাসিধে জীবনের গল্প

চলতি সপ্তাহে এ বিক্ষোভে অগ্নিসংযোগের পাশাপাশি লুটপাটের ঘটনাও ঘটছে।

এমন পরিস্থিতি অব্যাহত থাকলে শিগগিরই মৌলিক খাদ্য সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন মন্ত্রীরা। দাঙ্গাকারীদের গ্রেপ্তারে পুলিশকে সহায়তা করছে সেনাবাহিনী।

সূত্র: আলজাজিরা

news24bd.tv/এমিজান্নাত