এবার মহাকাশ দখলে চীনের নতুন পরিকল্পনা, আতঙ্কে যুক্তরাষ্ট্র

এবার মহাকাশ দখলে চীনের নতুন পরিকল্পনা, আতঙ্কে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

চীন মহাকাশ অস্ত্র বানাচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি যুক্তরাষ্ট্রকে মহাকাশে টক্কর দিতে চীনের এই গোপণ মিশন। এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, কমিউনিস্ট এশিয়ান জায়ান্ট মহাকাশ প্রযুক্তিতে বিনিয়োগ করছে। যার মাধ্য, চীনের তৈরি অস্ত্র দিয়ে শত্রুপক্ষের স্যাটেলাইট জ্যাম এবং ধ্বংস করে দেয়া সম্ভব।

রিয়ার অ্যাডমিরাল মাইকেল স্টুডম্যান বলেন, স্যাটেলাইট  জ্যাম করা থেকে শুরু করে স্থল এবং মহাকাশ থেকে স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষমতা অর্জনের চেষ্টা করছে তারা। গোয়েন্দা-নিরাপত্তা ট্রেড গ্রুপের ওয়েবিনারে এমন মন্তব্য করেন স্টুডম্যান।

মহাকাশে যুক্তরাষ্ট্র এবং রাশিয়াকে টক্কর দিতে এবং ছাড়িয়ে যেতে কাজ করছে চীন। যদি কখনও যুদ্ধ লাগে সেক্ষেত্রে নিজেদের সেই অনুযায়ী প্রস্তুত করতে চাইছে বেইজিং।

আরও পড়ুন:


বাবরের রেকর্ড গড়া সেঞ্চুরির পরও হোয়াইটওয়াশের লজ্জায় পাকিস্তান

ইসরাইলের নয়া প্রেসিডেন্টের সঙ্গে এরদোগানের ফোনালাপ

ঈদযাত্রা: আজ পাওয়া যাবে যে তারিখের টিকিট

যে কারণে এফডিসিতে এবার ছয়টি গরু কোরবানী দেবেন পরিমনি

সাম্প্রতিক বছরগুলোতে মহাকাশে নিজেদের আধিপত্য বিস্তার করা নিয়ে বেশ তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন।  

news24bd.tv/আলী