অ্যাশেজের সময়ে বিগ ব্যাশ

অ্যাশেজের সময়ে বিগ ব্যাশ

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের ১১তম আসর শুরু হবে চলতি বছরের ৫ ডিসেম্বর। ১১তম আসরের সূচি চূড়ান্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। নতুন বছরের জানুয়ারির ২৮ তারিখে ফাইনালের মধ্য দিয়ে আসরটির পর্দা নামবে।

বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন সিডনি সিক্সার্স ও মেলবোর্ন স্টার্সের মধ্যকার ম্যাচ দিয়ে ক্রিকেটের অন্যতম জমজমাট এই লিগের আগামী আসর শুরু হবে।

ম্যাচটি অনুষ্ঠিত হবে সিডনি সিক্সার্সের হোম ভেন্যু সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি)। এই মৌসুম থেকে বিগব্যাশে আবারও হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি ফিরিয়ে এনেছে সিএ। কোভিড-১৯ সংক্রমণ ঝুঁকি এড়াতে গত মৌসুমে এই পদ্ধতিটি বন্ধ রাখা হয়েছিল।


অক্সফোর্ডের দ্বিতীয় ডোজের টিকা আগস্ট থেকে: সেব্রিনা ফ্লোরা

বাগেরহাটে ৫০০ কর্মহীন পরিবারকে পুনাকের খাদ্য সহায়তা

রূপগঞ্জে সেই কারখানার সামনে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫


 

এদিকে বিদেশি কোটার খেলোয়াড়দের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার প্রস্তাবিত প্লেয়ার্স ড্রাফট বাতিল করা হয়েছে।

মূলত করোনা ভাইরাস মহামারীর কারণে বিদেশি খেলোয়াড়দের ভ্রমণ জটিলতার কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সিএ। ফলে দলগুলো প্রথাগত পদ্ধতিতেই বিদেশি ক্রিকেটারদের সাথে চুক্তি করতে পারবে।

news24bd.tv/আলী