সুখবর দিলেন মার্ক জাকারবার্গ

সুখবর দিলেন মার্ক জাকারবার্গ

অনলাইন ডেস্ক

কনটেন্ট ক্রিয়েটিং এখন পেশা হিসেবে যেমন জনপ্রিয়, ফ্রিল্যান্সিং হিসেবেও তেমনি জনপ্রিয় হয়ে উঠছে। আর ভালো কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আরও একটি সুখবর নিয়ে এলেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। ফেসবুকে সেরা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য পুরষ্কার ঘোষণা করেছেন তিনি। বুধবার (১৪ জুলাই) রাতে ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি।

ওই পোস্টে মার্ক জাকারবার্গ লিখেছেন, ‘আমরা ফেসবুককে মিলিয়ন মিলিয়ন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সবচেয়ে সেরা প্লাটফর্ম ‍হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আমরা নতুন একটি প্রোগ্রাম তৈরির কাজ চালিয়ে যাচ্ছি। এতে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করা হবে। ২০২২ সালে যারা ফেসবুক ও ইনস্টাগ্রামে সেরা কনটেন্ট ক্রিয়েটর বলে বিবেচিত হবেন তাদের পুরস্কৃত করতে এই অর্থ ব্যয় করা হবে।


আরও পড়ুনঃ

অক্সফোর্ডের দ্বিতীয় ডোজের টিকা আগস্ট থেকে: সেব্রিনা ফ্লোরা

বাগেরহাটে ৫০০ কর্মহীন পরিবারকে পুনাকের খাদ্য সহায়তা

রূপগঞ্জে সেই কারখানার সামনে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫

আজ থেকে শিথিল হচ্ছে লকডাউন, খুলছে গণপরিবহন-শপিংমল


ফেসবুকের সিইও আরও লিখেন, কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এ ধরনের ঘোষণা ফেসবুকের জন্য নতুন কিছু নয়। এর আগেও এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। তবে এ ধারা অব্যাহত রাখতে চায় ফেসবুক। এ বিষয়ে বিস্তারিত শিগগিরই জানানো হবে।  

news24bd.tv / নকিব