নেইমার-রামোসের সতীর্থ হতে যাচ্ছেন ইউরোজয়ী গোলরক্ষক ডনারুমা

নেইমার-রামোসের সতীর্থ হতে যাচ্ছেন ইউরোজয়ী গোলরক্ষক ডনারুমা

অনলাইন ডেস্ক

ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই-এ যোগ দিচ্ছেন ইতালির ইউরো জয়ের নায়ক ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় জিয়ানলুইগি ডনারুমা। ইউরোর ইতিহাসে সেরা খেলোয়াড়ের পুরষ্কার জয়ী প্রথম গোলরক্ষক তিনিই।

প্যারিসের সাথে সাবেক এসি মিলান তারকা ডনারুমার চুক্তি হয়েছে ২০২৬ সাল পর্যন্ত। ইতালিয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বিষয়টি নিশ্চিত করেছেন।

প্যারিস সেন্ট জার্মেই-এ ডনারুমা সতীর্থ হিসেবে পাচ্ছেন নেইমার, এমবাপ্পে, রামোস, থিয়াগো সিলভার মতো খেলোয়াড়দের। চ্যাম্পিয়নস লীগ জয়ের জন্য এবার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই মাঠে নামছে প্যারিসের দলটি। কিছুদিন আগেই রিয়াল মাদ্রিদের হয়ে হ্যাট্রিকসহ চারটি চ্যাম্পিয়নস লীগজয়ী অধিনায়ক সারজিও রামোসকে দলে ভিড়িয়েছে তারা।

পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফর্ম করেছেন ডনারুমা।

ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে দুটি পেনাল্টি শট রুখে দিয়ে হোম থেকে রোমে নিয়ে গেছেন এবারের ইউরো। পাশাপাশি ৫৩ বছর পর ইউরোপ সেরার মুকুট পুনরুদ্ধার করল ইতালি। শুধু যে পেনাল্টি ঠেকিয়েই সেরার মুকুট জিতেছেন এমনটাই নয়, টাইব্রেকারে প্রথম শটে গোলও করেছেন তিনি!


আরও পড়ুনঃ

অক্সফোর্ডের দ্বিতীয় ডোজের টিকা আগস্ট থেকে: সেব্রিনা ফ্লোরা

বাগেরহাটে ৫০০ কর্মহীন পরিবারকে পুনাকের খাদ্য সহায়তা

রূপগঞ্জে সেই কারখানার সামনে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫

আজ থেকে শিথিল হচ্ছে লকডাউন, খুলছে গণপরিবহন-শপিংমল


কেবল ফাইনালেই নয়, সেমিফাইনালে আজ্জুরিদের জয়ের নায়কও ছিলেন ডনারুমাই। ২২ বছর বয়সী এই গোলরক্ষক স্পেনের বিপক্ষেও নিজের সেরাটি দিয়ে দলকে টাইব্রেকারে নিয়ে  জয় এনে দিয়েছিলেন। গোটা টুর্নামেন্ট জুড়ে মাত্র চারটি গোল হজম করেছেন ডনারুমা।

news24bd.tv / নকিব