ইহুদিবাদী ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করেছে ফিলিস্তিনের কিছু তরুণরা। ফিলিস্তিনের উত্তর গাজার তুবাসে অবস্থিত আল-ফারিয়া শরণার্থী শিবিরের তরুণদের প্রচেষ্টায় দখলদার বাহিনীর একটি ড্রোন ধ্বংস করা সম্ভব হয়েছে।
গতকাল বুধবার সংবাদ মাধ্যম 'নিউ প্রেস' এখবর জানিয়েছে।
ইসরাইলের সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে তাদের একটি ড্রোন খোয়া যাওয়ার কথা স্বীকার করেছে।
আরও পড়ুন
বার্সেলোনাতেই থাকছেন মেসি, কমিয়েছেন অর্ধেক বেতন
বার্সেলোনাতেই থাকছেন মেসি, কমিয়েছেন অর্ধেক বেতন
লকডাউন বাড়ানোর সুপারিশ করে যা বললো কমিটি
রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান হতে আগ্রহী নন
এর আগে মঙ্গলবারও ফিলিস্তিনি সূত্রগুলো উত্তর গাজায় ইসরাইলের আরেকটি ড্রোনের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার কথা জানিয়েছে। গতকাল যে ড্রোনটি পাওয়া গেছে তা 'স্কাই লার্ক' মডেলের।
এই মডেলের ড্রোনের সাহায্যে সাধারণত গোয়েন্দা তৎপরতা চালানো হয়। এই ড্রোন আকাশে উড়ার সময় কোনো শব্দ তৈরি করে না। এ কারণে এর উপস্থিতি টের পাওয়া যায় না সহজে। সূত্র: পার্সটুডে।
news24bd.tv এসএম