'আদালতের মাধ্যমে গাজীপুরের নির্বাচন স্থগিত করেছে আ'লীগ'

'আদালতের মাধ্যমে গাজীপুরের নির্বাচন স্থগিত করেছে আ'লীগ'

'আদালতের মাধ্যমে গাজীপুরের নির্বাচন স্থগিত করেছে আ'লীগ'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আদালতের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত করেছে বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

সোমবার তিনি এ মন্তব্য করেন। ড. কামাল বলেন, গাজীপুরে আওয়ামী লীগ ১০% ভোটও পাবে না বুঝতে পেরেই এটি করেছে।

এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও কথা বলেন সংবিধানের অন্যতম এ আইনপ্রণেতা।

তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, আগামী জাতীয় নির্বাচনও মুলতবি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালে সাভারের ছয়টি মৌজাকে (শিমুলিয়া ইউনিয়নের দক্ষিণ বড়বাড়ী, ডোমনা, শিবরামপুর, পশ্চিম পানিশাইল, পানিশাইল ও ডোমনাগ) গাজীপুর সিটি কর্পোরেশনের অধীনে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়।


(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর