প্রবাসে দেশি মাছের স্বাদ না পেলেও ছবি দেখতে ভাল লাগে

প্রবাসে দেশি মাছের স্বাদ না পেলেও ছবি দেখতে ভাল লাগে

Other

রংপুর থেকে একজন কলেজ ছাত্র এই মূল্যবান মাছের ছবিটি আমাকে পাঠিয়েছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার অর্ন্তগত মকিমপুর গ্রামে পঞ্চাশের দশকের শেষার্ধে যখন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র - তখন এসব মাছ চলতি মৌসুমে প্রচুর পাওয়া যেত।

কাছি টেনে অন্যান্য সমবয়সীদের সাথে আমিও অনেক ধরেছি। এখন তা শৈশবের স্মৃতি।

দেশে গ্রাম-গঞ্জে রাস্তাঘাটের কিছু উন্নতি হওয়ার পরে আশির দশকে এই মাছ খালে বিলে পাওয়া যায় না বলে শুনেছি। কিন্তু রংপুরে প্রচুর আছে জানলাম।

এসব মাছ যাতে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে না যায় সেদিকে কর্তৃপক্ষের দৃষ্টি রাখা উচিত। মাছে ভাতে বাংলাদেশ।

অনেক মাছ বিলুপ্ত হয়ে গেছে। খালে বিলে মাছ থাকুক এই কামনা করি। প্রবাসে থেকে দেশি মাছের স্বাদ পাইনা। কিন্তু ছবিতে দেখতে ভাল লাগে।

news24bd.tv এসএম

আরও পড়ুন


কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

‘নগদ’-এ কোরবানির পশু কেনার পেমেন্ট হবে স্বচ্ছন্দে

আজ প্রকাশ করা হবে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল

পরীক্ষা না হলে যেভাবে পাস করানো হবে এসএসসি ও এইচএসসি