অনলাইনে ট্রেনের টিকিট কাটার ভোগান্তি স্বাভাবিক: রেলমন্ত্রী

অনলাইনে ট্রেনের টিকিট কাটার ভোগান্তি স্বাভাবিক: রেলমন্ত্রী

অনলাইন ডেস্ক

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, অনলাইনে ট্রেনের টিকিট কাটার ভোগান্তি স্বাভাবিক। টিকিট কাটতে যে ভোগান্তি হচ্ছে, সেটা অস্বাভাবিক কিছু না।  বৃহস্পতিবার (১৫ জুলাই) কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

এসময় রেলমন্ত্রী বলেন, ৪০ থেকে ৫০ লাখ লোক যদি একসঙ্গে টিকিট কাটার চেষ্টা করেন, তাহলে তো সমস্যা হবেই।

ট্রেনের সিট ক্যাপাসিটি থাকে ৭০০, সেখানে টিকিট বিক্রি হচ্ছে ৩৫০টা। মানুষের যে চাপ, সেটা তো সামাল দিতে পারা কঠিন।  

আন্তনগর ট্রেনগুলোতে স্বাস্থ্যবিধি মানা হলেও লোকাল ট্রেনগুলোতে স্বাস্থ্যবিধি একেবারেই মানা হচ্ছে না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, লোকাল ট্রেনের স্বাস্থ্যবিধি না মানার আশঙ্কা আমাদের ছিল। কারণ লোকাল ট্রেন প্রতিটা স্টেশনে থামে।

সেখান থেকে প্রচুর যাত্রী ওঠেন। এটা বন্ধ করা গেলে লোকাল ট্রেনগুলোতে স্বাস্থ্যবিধি মানানো যাবে। তবে ট্রেনে আমরা একটা আধুনিক প্রযুক্তির যুগোপযোগী মানসম্মত সেবা দেওয়ার জন্য শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছি।

news24bd.tv এসএম

আরও পড়ুন


প্রবাসে দেশি মাছের স্বাদ না পেলেও ছবি দেখতে ভাল লাগে

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

‘নগদ’-এ কোরবানির পশু কেনার পেমেন্ট হবে স্বচ্ছন্দে

আজ প্রকাশ করা হবে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল