করোনা যতোদিন থাকবে খাদ্য সহায়তা দেয়া হবে: হানিফ

ফাইল ছবি

করোনা যতোদিন থাকবে খাদ্য সহায়তা দেয়া হবে: হানিফ

Other

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, মহামারি করোনাভাইরাস যতো দিন থাকবে সরকার নিম্ন আয়ের মানুষকে খাদ্য সহায়তা দেবে। এবার ২ কোটি মানুষকে এই সহায়তা দেয়া হবে। এর জন্য সাড়ে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ১০টায় কুষ্টিয়া জিলা স্কুল চত্বরে অস্বচ্ছল ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল ভাঙ্গা গড়ার রাজনীতিতে বিশ্বাসী না। দল ভাঙ্গা গড়ার রাজনীতি শুরুই করেছিল জিয়াউর রহমান। উনি ক্ষমতা দখল করে বলেছিল রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে দিব। এবং তখন থেকে আওয়ামী লীগকে নিঃশেষ করার জন্য ভাঙ্গা গড়া শুরু করেছিল।

তিনি আরও বলেন, বিএনপি’র মত জনবিচ্ছিন্ন দলকে নিয়ে ভাববার কোন প্রয়োজন আছে বলে মনে করিনা।

news24bd.tv এসএম

আরও পড়ুন


অনলাইনে ট্রেনের টিকিট কাটার ভোগান্তি স্বাভাবিক: রেলমন্ত্রী

প্রবাসে দেশি মাছের স্বাদ না পেলেও ছবি দেখতে ভাল লাগে

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

‘নগদ’-এ কোরবানির পশু কেনার পেমেন্ট হবে স্বচ্ছন্দে