বেগমগঞ্জের সন্ত্রাসী সাকিল বাহিনীর প্রধান সাকিল গ্রেপ্তার

বেগমগঞ্জের সন্ত্রাসী সাকিল বাহিনীর প্রধান সাকিল গ্রেপ্তার

Other

নোয়াখালীর বেগমগঞ্জের চিহিৃত সন্ত্রাসী সাকিল বাহিনীর প্রধান ইয়াছিন আরাফাত সাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার কাদিরপুর ইউনিয়নের হৌরনবিবি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

বৃহস্পতিবার দুপুরে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাকিলকে গ্রেপ্তার করা হয়।  

তার বিরুদ্ধে হামলা, ভাংচুর, ছিনতাই, চাঁদাবাজি, হুমকিসহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয়রা জানায়, ঘাটলা গ্রামের ধন কাজী বাড়ির সামছুল হকের পুত্র সাকিল একটি বাহিনী গঠন করে দীর্ঘদিন থেকে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে।  

এই বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়ে এলাকাবাসী। ফেসবুকে নিজ হাতে অস্ত্র প্রদর্শন করে প্রতিপক্ষকে হুমকি দেয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সাকিল গ্রেপ্তার হওয়ায় স্থানীয়দের মাঝে স্বাস্তি ফিরে এসেছে।  

নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড যেই করুক ছাড় দেয়া হবে না। সাকিলকে গ্রেপ্তার করা হয়েছে ও তার বাহিনীর সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে।  

আরও পড়ুন


করোনা যতোদিন থাকবে খাদ্য সহায়তা দেয়া হবে: হানিফ

অনলাইনে ট্রেনের টিকিট কাটার ভোগান্তি স্বাভাবিক: রেলমন্ত্রী

প্রবাসে দেশি মাছের স্বাদ না পেলেও ছবি দেখতে ভাল লাগে

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ


news24bd.tv / কামরুল