ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় ট্রাকচাপায় মজিবর রহমান (৫০), চঞ্চল (৩৫) ও গোলাম মস্তফা নামে অটোরিকশার তিনযাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন।
সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের আউলিয়াপুর বোর্ড অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওসি জানান, দুপুর ১টার দিকে একটি ট্রাক পঞ্চগড়ের দিকে যাচ্ছিল।
আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতাল নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।
news24bd.tv / তৌহিদ