বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জন ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত ছয় জনের মধ্যে চার জন বগুড়ার বাকি দুই জন অন্য জেলার।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সাজ্জাদ-উল-হক বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা: সাজ্জাদ জানান, করোনা ভাইরাসে জেলায় নতুন করে আরও ১৭৬ জন আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন:
বাগেরহাটে একদিনে করোনার টিকা নিলেন ২৫০৯
জেনে নিন করোনার সবকটি ভ্যারিয়েন্টের মধ্যে পার্থক্য কী!
লকডাউন শিথিলের প্রথম দিনেই ঘরমুখো মানুষের ভিড়
তিনি আরও জানান, সবশেষ ২৪ ঘণ্টায় জেলায় আরও ৫২৪টি নমুনা পরীক্ষায় ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৩ দশমিক ৫৮ শতাংশ।
এছাড়া, জেলায় এ পর্যন্ত মোট ১৬ হাজার ৫৪৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫১জন এবং মৃত্যু হয়েছে ৪৯১জনের । চিকিৎসাধীন আছেন ২ হাজার ৪ জন।
news24bd.tv রিমু