আফগানিস্তান থেকে সেনাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা

আফগানিস্তান থেকে সেনাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা

অনলাইন ডেস্ক

আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো সেনাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা করছেন অনেকেই। এবার তাতে শামিল হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। বাইডেন প্রশাসনের এমন সিদ্ধান্তের জন্য আফগানিস্তানের নিরীহ মানুষদের তালেবান গোষ্ঠীর হত্যাকাণ্ডের মুখে পড়তে হবে বলে দাবি করেছেন তিনি।

এক সাক্ষাৎকারে সাবেক প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তানের নারী ও শিশুরা অবর্ণনীয় কষ্টের মুখে পড়তে যাচ্ছে।

সেনা প্রত্যাহারের এ সিদ্ধান্ত তার মন ভেঙে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন


স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাভোগ করতে হবে

২২ দিন পর আবার ট্রেন চলাচল শুরু

নৌপথে যাত্রী ও যানবাহনের প্রচণ্ড চাপ

অনলাইনে ট্রেনের টিকিট কাটার ভোগান্তি স্বাভাবিক: রেলমন্ত্রী


এদিকে, আফগানিস্তানে মার্কিন বাহিনীর অভিযানের সময় সহায়তা দেয়া আফগান দোভাষীদের সরিয়ে নিতে যাচ্ছে বাইডেন প্রশাসন। দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর দোভাষীরা বিপদে পড়তে পারে বিবেচনা করেই এ সিদ্ধান্ত জানিয়েছে হোয়াইট হাউজ। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে "অপারেশন অ্যালাইস রিফিউজি" নামের একটি প্রকল্পের মাধ্যমে শুরু হবে দোভাষীদের সরানোর কাজ।

সূত্র: ডয়চে ভেলে

news24bd.tv/এমিজান্নাত

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর