নাটোরে পিস্তল ঠেকিয়ে ফরমান খান ওরফে সৈকত চৌধুরি নামে প্রসাধনী ব্যবসায়ীর ৩ লাখ ৫৮হাজার টাকা ছিনতাই হয়েছে। গতরাতে শহরের ছায়াবানি সিনেমা হল মোড়ে মাস্টার ফার্মেন্সির ভেতর এই ঘটনা ঘটে। তবে রাতেই ছিনতাইকারীদের আটকে অভিযানে নামে পুলিশ।
ভুক্তভোগী সৈকত চৌধুরি জানান, রাত ১১টার দিকে উত্তরা সুপার প্লাজায় তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ছায়াবানি সিনেমা হল মোড়ে মাস্টার ফার্মেন্সিতে ওষুধ কিনতে যায়।
এদিকে, রাতেই খবর পেয়ে ফার্মেন্সির সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশ। পরে চালানে হয় রাতভর অভিযান।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, থানায় এখনও কোন অভিযোগ দায়ের হয়নি। আমরা ছিনতাইকারীদের শনাক্ত করে অভিযান পরিচালনা করছি।
জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, সবোর্চ্চ গুরুত্ব দিয়ে ছিনতাইকারীদের আটক এবং টাকা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। খুব শিঘ্রই ছিনতাইকারীরা আটক হবে।
আরও পড়ুন:
যেমন হবে এবারের এসএসসি-এইচএসসি পরীক্ষা
ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় গেল তিন প্রাণ
বিএনপির মিথ্যাচার সংক্রমণের মতো, মন্তব্য ওবায়দুল কাদেরের
news24bd.tv / তৌহিদ