শিল্পকারখানা খোলা থাকবে কিনা, জানা যাবে শনিবার

শিল্পকারখানা খোলা থাকবে কিনা, জানা যাবে শনিবার

অনলাইন ডেস্ক

আসন্ন ঈদের পর দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধের মধ্যে পোশাক, বস্ত্রসহ রপ্তানিমুখী শিল্পকারখানা খোলা না বন্ধ, সেই সিদ্ধান্ত আগামী শনিবার নেওয়া হতে পারে। সেদিন সরকারের উচ্চপর্যায়ের একটি বৈঠক হওয়ার কথা বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে পোশাক খাতের ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠক করে কারখানা খোলা রাখার যৌক্তিকতা তুলে ধরেন। তারা মন্ত্রিপরিষদ সচিবের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি দেয়।

আরও পড়ুন


স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাভোগ করতে হবে

২২ দিন পর আবার ট্রেন চলাচল শুরু

নৌপথে যাত্রী ও যানবাহনের প্রচণ্ড চাপ

অনলাইনে ট্রেনের টিকিট কাটার ভোগান্তি স্বাভাবিক: রেলমন্ত্রী


উক্ত বৈঠকে  তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সিদ্দিকুর রহমান, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম, বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

news24bd.tv/এমিজান্নাত