পাকিস্তানের নাগরিকদের মাথাপিছু পানির প্রাপ্যতা ৪০০ শতাংশ হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন সে দেশের স্বাস্থ্য বিভাগের পার্লামেন্টারি সেক্রেটারি ড. নওশীন হামিদ। ১৯৪৭ সালে যেখানে জনপ্রতি পানির প্রাপ্যতা ছিল ৫৬০০ কিউবিক মিটার, সেখানে তা কমে ১০৩৮ কিউবিক মিটারে নেমে এসেছে।
ডন নিউজের এক প্রতিবেদনে নওশীন হামিদের বরাত দিয়ে বলা হয়েছে, এটা খুবই উদ্বেগের বিষয়। পাকিস্তানে পানির প্রবেশাধিকার উন্নত করা' বিষয়ক ওয়েবিনারে কথা বলতে গিয়ে নওশীন এসব বলেন।
আরও পড়ুন
স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাভোগ করতে হবে
২২ দিন পর আবার ট্রেন চলাচল শুরু
নৌপথে যাত্রী ও যানবাহনের প্রচণ্ড চাপ
দুই দালানের ফাঁকে নগ্ন নারী, নাকাল উদ্ধারদল
তিনি আরো বলেন, পাকিস্তান বিশ্বের পঞ্চম সর্বাধিক জনবহুল দেশ। পানির ঘাটতি এ দেশে মারাত্মক হুমকি হিসেবে আগে থেকেই ছিল। ২০২৫ সালের মধ্যে এই হুমকি আরো বাড়বে।
তিনি আরো বলেন, অপর্যাপ্ত পানির সরবরাহ পাকিস্তানে খাদ্য নিরাপত্তা শঙ্কা আরো বাড়িয়ে তুলছে।
সূত্র : ডন নিউজ
news24bd.tv/এমিজান্নাত