সিটি নির্বাচনে জোর প্রস্তুতি ছিল নির্বাচন কমিশনের

প্রতীকী ছবি

গাজীপুরে ভোট স্থগিত

সিটি নির্বাচনে জোর প্রস্তুতি ছিল নির্বাচন কমিশনের

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আয়োজনে জোর প্রস্তুতির মধ্যে যে সীমানা নিয়ে আপত্তিতে একটি রিট আবেদন হচ্ছে, তা আগে আঁচ করতে পারেনি নির্বাচন কমিশন, শুনানির জন্য নিয়োগ করতে পারেনি আইনজীবীও।

ভোটের নয় দিন আগে গাজীপুরে নির্বাচন স্থগিতে আদালতের আদেশের পর তা নিয়ে আলোচনার মধ্যে সোমবার নির্বাচন কমিশনার কবিতা খানমের কথায় ইসির অপ্রস্তুত থাকার বিষয়টি স্পষ্ট হয়। তবে তিনি দাবি করেছেন, ইসির কোনো গাফিলতি ছিল না।

আগামী ১৫ মে ভোটের দিন রেখে গত ৩১ মার্চ গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল ইসি।

তারপর ভোটের সব প্রস্তুতিও সারা হয়েছিল, প্রার্থীদের পাল্টাপাল্টি বক্তব্যের সঙ্গে প্রচারও জমে উঠেছিল।

এর মধ্যেই রোববার হাই কোর্টে একটি রিট আবেদন নিয়ে যান ঢাকার সাভারের শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম সুরুজ। শিমুলিয়ার ছয়টি মৌজা গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করেন তিনি।

আওয়ামী লীগ নেতা সুরুজের ওই আবেদনে হাই কোর্ট ঢাকার লাগোয়া এই সিটি করপোরেশনের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে দেয়।

আদেশের খবর পেয়ে ইসিও গাজীপুরে ভোটের সব কার্যক্রম বন্ধ করে দেয়।

বিএনপি অভিযোগ তুলেছে, এই নির্বাচন স্থগিতে সরকারের হাত রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা তা প্রত্যাখ্যান করে বলছেন, এটা পুরোপুরি আদালতের বিষয়।

 

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর