একসঙ্গে দুই বাঘের আক্রমণ : যেভাবে বেঁচে গেলেন যুবক

একসঙ্গে দুই বাঘের আক্রমণ : যেভাবে বেঁচে গেলেন যুবক

অনলাইন ডেস্ক

দুইটা বাঘ একসঙ্গে আক্রমণ করেছিল বিকাশ ও তার দুই সঙ্গীকে। বিকাশের মাথাতেও বাঘ কামড় বসায়। কিন্তু নিজের দুই সঙ্গীকে হারালেও অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন বিকাশ ।  

ভারতের উত্তর প্রদেশের পিলভিত শহরে এই ঘটনা ঘটে।

বিকাশ কুমার নামে ২৩ বছর বয়সী ওই যুবক জানান, পিলভিত শহরের কাছে ঘন জঙ্গলের পাশ দিয়ে তিনি আর তার দুই বন্ধু মোটরসাইকেলে যাচ্ছিলেন।

এ সময় রাস্তায় বাঘগুলোকে দেখে মোটরসাইকেল চালক ভয় পেয়ে দুর্ঘটনার কবলে পড়েন। তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে বাঘ তাদের আক্রমণ করে। বাঘগুলো মুহূর্তের মধ্যেই সনু কুমার (৩৩) আর কানধাই লাল (৩৫) নামের দুই যুবককে আক্রমণ করে মেরে ফেলে।

 

এ সময় মোটরসাইকেলের যাত্রীর আসনে থাকা বিকাশের মাথাতেও বাঘ কামড় বসায়। কিন্তু মাথায় হেলমেট থাকায় আঘাত থেকে বেঁচে যান বিকাশ। এরপর দৌঁড়ে একটা গাছে উঠে প্রাণ বাঁচান তিনি।

সেদিনের স্মৃতিচারণ করে বিকাশ বলেন, ওই রাতের অভিজ্ঞতা আমি কখনোই ভুলবো না।

আরও পড়ুন


স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাভোগ করতে হবে

২২ দিন পর আবার ট্রেন চলাচল শুরু

নৌপথে যাত্রী ও যানবাহনের প্রচণ্ড চাপ


 

তিনি জানান, বাঘগুলো আক্রমণ করার সময় ওরা চিৎকার করছিলেন। সনুকে আমার সামনেই মেরে ফেলে। আমি ভীষণ ভয় পেলেও গাছে উঠার সাহস সঞ্চয় করেছিলাম। আমি গাছে উঠে একদম নড়াচড়া করছিলাম না। শুধু চোখ বন্ধ করে সৃষ্টিকর্তাকে স্মরণ করছিলাম। আমি নিশ্চিত জানতাম আমার খোঁজ পেলে আমাকেও শেষ করে দিত ওরা। ওরা (বাঘ) গাছে চড়তেও জানে।

সারারাত ধরে গর্জন করতে করতে বাঘ তাকে খুঁজছিল বলে জানান বিকাশ। সকালে সাহায্য আসার আগ পর্যন্ত গাছেই কাটিয়ে দেন তিনি।

news24bd.tv/আলী