কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু

Other

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া করোনা হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবদুল মোমেন জানান এদের মধ্যে ৭ জন করোনা আক্রান্ত হয়ে আর ৩ জন উপর্সগ নিয়ে ভর্তি ছিলেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (১৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে এদের মৃত্যু হয়।

এখন করোনা পজিটিভ ২১৯ জন আর উপর্সগ নিয়ে ৬১ জন মোট ২৮০ জন কুষ্টিয়ায় করোনা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জেলা প্রশাসনের হিসেবে জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৩৫ টি নমুনায় ২০৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭.৬১।

গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে এবং ১৭শ’ ৯০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত শুধুমাত্র করোনা আক্রান্ত ৩৮৭ জনের মৃত্যু হলো।

এদিকে, লকডাউন শিথিল হওয়ায় শহরের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, শহরে ও গ্রামে অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না।

news24bd.tv এসএম

আরও পড়ুন


অলিম্পিক সম্মাননা পাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ১৫ জনের মৃত্যু

কোনটার দাম বেশি?

তালেবানের হাতে ১১৬ জেলার পতন: আফগান সরকার


 

এই রকম আরও টপিক