ফেনীতে গরু ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ফেনীতে গরু ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

Other

ফেনী শহরে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মো. শাহজালাল নামের গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। ফেনী শহরের সুলতানপুরে বৃহস্পতিবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত গরু ব্যবসায়ী শাহজালালের বাড়ি কিশোরগঞ্জে।

অভিযুক্ত স্থানীয় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালামকে আটকের জন্য অভিযান চলছে বলে জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী।

শাহজালালের স্বজন আল আমিন জানান, গত বছরের মতো এবারও কোরবানি ঈদ উপলক্ষে গরু বিক্রি করার জন্য কিশোরগঞ্জ থেকে শাহজালালসহ ১০ জন গরু ব্যবসায়ী ফেনীতে আসেন। গরুবোঝাই ট্রাকটি শহরের সাহেব বাড়িতে ঢোকার সময় স্থানীয় কাউন্সিলর আবুল কালাম তার পিছু নেন।

ওই সময় আবুল কালাম গরুবোঝাই ট্রাকটি ছিনতাই করার চেষ্টা করলে শাহজালালসহ তার তিন থেকে চার সহযোগী বাধা দেন।

তখন ঘটনাস্থলে গোলাগুলি হলে নিখোঁজ হন শাহজালাল। পরে শুক্রবার সকাল সাতটার দিকে একটি পুকুর থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার নুরুন্নবী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করেছে পুলিশ। জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন


একসঙ্গে দুই বাঘের আক্রমণ : যেভাবে বেঁচে গেলেন যুবক

স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাভোগ করতে হবে

২২ দিন পর আবার ট্রেন চলাচল শুরু

নৌপথে যাত্রী ও যানবাহনের প্রচণ্ড চাপ


news24bd.tv / কামরুল