বাংলা একাডেমির সাথে থাকা মানে বাংলাদেশের সাথে থাকা: নূরুল হুদা

বাংলা একাডেমির সাথে থাকা মানে বাংলাদেশের সাথে থাকা: নূরুল হুদা

Other

বাংলা একাডেমির মহাপরিচালক হলেন কবি মুহম্মদ নূরুল হুদা। নতুন মহাপরিচালককে ইতোমধ্যেই অভ্যর্থনা জানিয়েছেন তাঁর সহকর্মীরা। বাংলা একাডেমির সাথে থাকা মানে বাংলাদেশের সাথে থাকা বলে মনে করেন এই কবি। নিউজ টুয়েন্টিফোরের সাথে আলাপকালে তিনি তুলে ধরেন তার কর্ম পরিকল্পনা।

সত্তর দশকের বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি মুহম্মদ নূরুল হুদা। একই সঙ্গে তিনি একজন ঔপন্যাসিক ও সাহিত্য-সমালোচক।

এবারে বাংলা একাডেমির মহা পরিচালকের পদ পেলেন তিনি। গত ১১ জুলাই, জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তিন বছরের জন্য এই পদে নিয়োগ দেয়া হয় তাঁকে।

আরও পড়ুন


তিশা-ফারুকীর একসাথে চলার ১১ বছর

করোনায় রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীবের মৃত্যু

খুলনায় করোনায় আরও ১৩ জনের মৃত্যু

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু


বাংলা একাডেমির সঙ্গে তাঁর সংযুক্তি ১৯৭৩ সালে থেকে। তখন তিনি অনুবাদ বিভাগের সহ পরিচালকের দায়িত্বে ছিলেন। এই প্রতিষ্ঠানের সাথে কাজ করা মানে, স্বাধীনতার চেতনা সমৃদ্ধ বাংলাদেশের সাথে থাকা বলে মনে করেন এই কবি।

অনুবাদ, কপিরাইট নিয়ে কাজ করতে চান নতুন মহা মহাপরিচালক। সেই সাথে বাংলা সাহিত্য, সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেয়ারও পরিকল্পনা রয়েছে তাঁর।

১৯৮৮ সালে বাংলা কবিতায় অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার এবং ২০১৫ সালে একুশে পদক প্রদান করা হয় কবি নূরুল হুদাকে।

news24bd.tv এসএম