ভারতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে, শনাক্তের হার ২ শতাংশের কম

ভারতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে, শনাক্তের হার ২ শতাংশের কম

অনলাইন ডেস্ক

ভারতে গতকাল শুক্রবারের দৈনিক সংক্রমণ ৪০ হাজারের নিচেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রন্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৯ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১০ লক্ষ ২৬ হাজার ৮২৯।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রাণ গেছে ৫৪২ জনের।

এ নিয়ে করোনাভাইরাসে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১২ হাজার ৫৩১ জনের।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দৈনিক করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে রয়েছে। গত শুক্রবার এই হার ছিলো ১.৯৯ শতাংশ। পাশাপাশি বর্তমানে দেশটিতে মোট সক্রিয় রোগী রয়েছে ৪ লাখ ৩০ হাজার ৪২২ জন।


আরও পড়ুনঃ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তি চরমে

নৌপথে যাত্রী ও যানবাহনের প্রচণ্ড চাপ

দ্বিতীয়বারের মতো অবসরের ঘোষণা দিলেন আরিয়েন রোবেন

অনলাইনে ট্রেনের টিকিট কাটার ভোগান্তি স্বাভাবিক: রেলমন্ত্রী


দেশটির অধিকাংশ রাজ্যেই সংক্রমণ পরিস্থিতি বেশ নিয়ন্ত্রণে রয়েছে। ব্যতিক্রম কেবল কয়েকটি রাজ্যে। কেরালায় সবথেকে বেশি লোক প্রতিদিন আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় তা সাড়ে ১৩ হাজারের বেশি। মহারাষ্ট্রে তা ৮ হাজার ১০। তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে আড়াই হাজার। কর্নাটক, ওড়িশা এবং অসমে তা ২ হাজারের আশেপাশে।