বিয়েতে ক্যাটাগরিভিত্তিক মেন্যু, যেমন উপহার তেমন খাওয়া!

বিয়েতে ক্যাটাগরিভিত্তিক মেন্যু, যেমন উপহার তেমন খাওয়া!

অনলাইন ডেস্ক

বিয়ের সঙ্গে নিমন্ত্রণ ও খাওয়া-দাওয়ার বিষয়টি অঙ্গাঙ্গি ভাবে জড়িত। নিমন্ত্রিতদের খাওয়ানোটা চলতি প্রথা। কিন্তু উপহারের উপর নির্ভর করবে কে কোন ক্যাটাগরিতে খেতে পারবেন— এ রকম কথা কখনও শুনেছেন? সম্প্রতি এ রকমই এক ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়!

সম্প্রতি এক ভারতীয় যুগল নিজেদের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছিলেন পরিচিতদের। কিন্তু সেই বিয়েতে উপস্থিত থাকলেও সকলেই সমান ভোজ খেতে পারবেন না।

যে যেমন মূল্যের উপহার দিতে পারবেন, সেই উপহারের মূল্যের উপর নির্ভর করে পদ পড়বে তার পাতে।

news24bd.tv

সে জন্য বিয়ের নিমন্ত্রণ পত্রের সঙ্গে ওই যুগল পাঠিয়েছেন একটি ফর্ম। সেই ফর্মে লেখা রয়েছে, কত টাকার উপহার দিলে বিয়ের দিন কী কী পদ থাকবে মেনুতে। এমনকি সেই ফর্ম ভর্তি করে নির্দিষ্ট দিনের মধ্যে পাঠিয়ে দেওয়ারও আবেদন জানানো হয়েছে।


আরও পড়ুনঃ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তি চরমে

নৌপথে যাত্রী ও যানবাহনের প্রচণ্ড চাপ

দ্বিতীয়বারের মতো অবসরের ঘোষণা দিলেন আরিয়েন রোবেন

অনলাইনে ট্রেনের টিকিট কাটার ভোগান্তি স্বাভাবিক: রেলমন্ত্রী


রেডিটে এক ব্যক্তি এই ফর্মের ছবি শেয়ার করেছেন। তার পর থেকেই এই ফর্ম ঘিরে বিভিন্ন মন্তব্য করেছেন নেটাগরিকরা। কেউ কেউ লিখেছেন, ‘এই বিয়েতে উপহার দেওয়ার থেকে ওই টাকায় নিজে খাবার কিনে খেয়ে নেওয়া ভাল। ’

news24bd.tv / নকিব