অনাকাঙ্ক্ষিত রেকর্ডে জড়িয়ে গেল তামিমের নাম

অনাকাঙ্ক্ষিত রেকর্ডে জড়িয়ে গেল তামিমের নাম

অনলাইন ডেস্ক

আজ হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন ড্যাশিং ওপেনার ও টাইগার অধিনায়ক তামিম ইকবাল।  হারারেতে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়।

ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলটি অফস্ট্যাম্পের খানিক বাইরে করেছিলেন মুজুরাবানি। এক্সট্রা বাউন্স থাকা ডেলিভারিটি কাট করতে চেয়েছিলেন তামিম।

কিন্তু তার ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় উইকেটরক্ষকের গ্লাভসে।  মাত্র ৭ বল খেলেন তিনি।

এই ‘ডাক’-এর মধ্য দিয়ে একটা অনাকাঙ্ক্ষিত রেকর্ড হয়ে গেছে তার। ওয়ানডে ক্যারিয়ারে ১৯তম বারের মতো শূন্য রানে আউট হন তামিম।

আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, বাংলাদেশের হয়ে এ সংস্করণেও রেকর্ডটা নিজের করে নিলেন তিনি।  

তালিকায় এর আগে শীর্ষে ছিলেন হাবিবুল, ওয়ানডেতে তিনি কোনো রান না করে ফিরেছেন ১৮ বার।

আজকে শূন্য রানে আউটের মধ্য দিয়ে তিন ফরম্যাট মিলেও বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ডাকের মালিক এখন তামিম। এ নিয়ে ৩৪তম বার আন্তর্জাতিক ক্রিকেটে শূন্য রানে আউট হন তিনি। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি সবচেয়ে বেশি শূন্যের তালিকায় মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে গেলেন।  

আরও পড়ুন:


অনন্য মাইলফলক স্পর্শ করলেন টেইলর

যিনি মাস্ক পরেননি তার কাছ থেকে পশু ক্রয়-বিক্রয় নয়: আতিক

টেকনাফে হাসেম বাহিনীর প্রধান হাসিমুল্লাহ বন্দুকযুদ্ধে নিহত

সতর্কতার পরেও ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষ


মাশরাফি তিন সংস্করণ মিলিয়ে ৩৩ বার কোনো রান না করেই আউট হয়েছিলেন। তালিকায় এরপর আছেন মোহাম্মদ আশরাফুল, ক্যারিয়ারে সব মিলিয়ে ৩১ বার ‘ডাক’ মেরেছেন তিনি। তিনে থাকা মুশফিকুর রহিমের শূন্যের সংখ্যা ২৬, হাবিবুল বাশারের ক্যারিয়ারে ‘ডাক’-২৫টি।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক