ঝিনাইদহে করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু

ঝিনাইদহে করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু

Other

ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছে ২৩৬ জন।

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, শুক্রবার সকালে ঝিনাইদহ থেকে ৭১০ জনের নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ২৩৬ জনের করোনা পজেটিভ এসেছে।

আক্রান্তের হার ৩৮ দশমিক ২ ভাগ।  

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ২৭৫ জন। এছাড়াও নতুন করে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩০ জনসহ মোট সুস্থ ৩হাজার ৬৩৫জন।  

তিনি আরও জানান, এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় ২জন ও উপসর্গ নিয়ে জেলায় মোট ৮ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে সদর হাসপাতালেই ৬ জন মারা গেছে।  

বর্তমানে হাসপাতালে করোনা ওয়ার্ডে ৭২ ও আইসোলেশনে ১০০জনসহ ভর্তি আছে মোট ১৭২ জন। ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সদর হাসপাতালের আর.এমও ডা. মিথিলা ইসলাম।

সরকারি হিসাবে এ পর্যন্ত মৃত্যু হয়েহে ১৫৯ জনের। ৬টি উপজেলা সদরে ১১৮, শৈলকূপায় ১৫, কালীগঞ্জে ১০, কোটচাঁদপুরে ৫, হরিনাকুন্ডুতে ৬ ও মহেশপুরে ৫ জন।  

আরও পড়ুন


রাজধানীতে ট্রাকচাপায় দুই হোটেল কর্মচারী নিহত

নোয়াখালীতে মাটি চাপায় শিশু নিহত, আহত ৫

গণসংগীত শিল্পী ফকির আলমগীর আইসিইউতে

হাতিয়ায় ৩ কোটি ২০ লক্ষ টাকার চিংড়ি পোনা জব্দ


news24bd.tv / কামরুল