রংপুরে ১৫শ দরিদ্র মানুষ পেল বসুন্ধরার মানবিক সহায়তা

রংপুরে ১৫শ দরিদ্র মানুষ পেল বসুন্ধরার মানবিক সহায়তা

Other

করোনার এই মহাসংকটকালে বসুন্ধরার খাদ্য সহায়তা পেয়ে রংপুর জেলার অসহায় হতদরিদ্র মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে খাদ্য সহায়তা কর্মসূচির দ্বিতীয় দিনে আজ শুক্রবার জেলার কাউনিয়া, পীরগাছা, গংগাচড়া উপজেলা সহ ৫টি স্থানে ১৫শ অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয় মানবিক সহয়তা।

শুক্রবার জেলায় ১৫শ হতদরিদ্র মানুষ খাদ্য সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পরে। হাতে কাজকর্ম না থাকা এই মানুষগুলো বলছেন, বসুন্ধরার এই সহায়তা তাদের অনেক উপকারে আসবে।

করোনার এই মহাসংকটে খাদ্য সহায়তা হাতে পেয়ে তাঁদের চোখ মুখে বইছিল আনন্দের অশ্রুধারা।

কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে খাদ্য সহায়তা কর্মসূচির মধ্যে ছিল ১০ কেজি চাল, দুই কেজি আটা, দুই কেজি ডাল ও এক লিটার সয়াবিন তেল।

করোনা মোকাবেলায় সরকারের পাশাপাশি এ উদ্যোগের জন্য বসুন্ধরার চেয়াম্যানকে ধন্যবাদ জানিয়ে পীরগাছা উপজেলা নিবার্হী কর্মকর্তা বলেন, করোনার লকডাউনে যারা কষ্টে দিনাতিপাত করছে তাদেরকে এই যে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে সে জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

বসুন্ধরার চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে পীরগাছা উপজেলা চেয়ারম্যান বললেন, এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকুক।

অসহায় মানুষের পাশে থাকুক বসুন্ধরা গ্রুপ।

আরও পড়ুন: 

দেশে কাক-কোকিল চেনা বড় দুষ্কর: নানক

হবিগঞ্জে বজ্রপাতে গেল দুই প্রাণ