নারায়ণগঞ্জে একদিনে করোনা শনাক্তে রেকর্ড, মৃত্যু ৩

নারায়ণগঞ্জে একদিনে করোনা শনাক্তে রেকর্ড, মৃত্যু ৩

অনলাইন ডেস্ক

মহামারী করোনা ভাইরাস নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় তিনজন মারা গেছেন। আর শনাক্ত হয়েছেন ২৪৭ জন। এটি একদিনে রেকর্ড সংখ্যাক শনাক্ত। নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার ৩১.২৬ শতাংশ।

শুক্রবার (১৬ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৯০টি। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনা পজেটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৫৫৩ জনে। এ পর্যন্ত মারা গেছেন ২৩৪ জন।

আরও পড়ুন:


অনন্য মাইলফলক স্পর্শ করলেন টেইলর

যিনি মাস্ক পরেননি তার কাছ থেকে পশু ক্রয়-বিক্রয় নয়: আতিক

টেকনাফে হাসেম বাহিনীর প্রধান হাসিমুল্লাহ বন্দুকযুদ্ধে নিহত

সতর্কতার পরেও ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষ


নতুন আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ৫৮ জন, আড়াইহাজার উপজেলায় ৩৯, বন্দর উপজেলায় ৫১, রূপগঞ্জ উপজেলায় ২১, সদর উপজেলায় ৪৭ ও সোনারগাঁ উপজেলায় ৩১ জন শনাক্ত হয়েছেন।

একদিনে সুস্থ হয়েছেন আরও ১০০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৬৪ জন।

news24bd.tv নাজিম