হারিয়ে যাওয়া বিমানটি ফিরে এলো নিরাপদে

হারিয়ে যাওয়া বিমানটি ফিরে এলো নিরাপদে

অনলাইন ডেস্ক

রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়ে যায়। অ্যান্তোনভ আন-২৮  বিমানটি সাইবেরিয়ার শহর টমস্কের বাইরে থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার  কয়েক ঘণ্টা পর আবারও বিমানটি ফিরে এসেছে।

বিমানটি ফিরে আসার তথ্য নিশ্চিত করে দেশটির জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার অ্যান্তোনভ আন-২৮ বিমানটিতে মোট ১৯ জন যাত্রী ছিলেন এবং সবাই বেঁচে আছেন।

শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এটি রানওয়েতে নিরাপদে অবতরণ করেছে এবং সকল যাত্রী বেঁচে আছেন।


রংপুরে ১৫শ দরিদ্র মানুষ পেল বসুন্ধরার মানবিক সহায়তা

দেশে কাক-কোকিল চেনা বড় দুষ্কর: নানক

হবিগঞ্জে বজ্রপাতে গেল দুই প্রাণ


 

এর আগে এসআইএলএর দ্বারা পরিচালিত ফ্লাইটটি টমস্ক অঞ্চলের কেদারোভি শহর থেকে আঞ্চলিক রাজধানীতে যাওয়ার সময় রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়ে যায়। পরে এটিকে খুঁজতে হেলিকপ্টারও পাঠানো হয়।

হারিয়ে যাওয়া বিমানটি ১৯৮২ সাল থেকে সেবা দিয়ে আসছে।

 

news24bd.tv/আলী