যুক্তরাষ্ট্র আফগানিস্তানে ব্যর্থ : রাশিয়া

যুক্তরাষ্ট্র আফগানিস্তানে ব্যর্থ : রাশিয়া

অনলাইন ডেস্ক

আফগানিস্তান মিশনে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে এবং যুদ্ধবিধ্বস্ত এই দেশটির দ্রুত অবনতিশীল পরিস্থিতির জন্য বিদেশি সেনা প্রত্যাহার দায়ী বলে মন্তব্য করেছে রাশিয়া।  

শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আফগানিস্তান পরিস্থিতি নিয়ে এই মন্তব্য করেছেন।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে উজবেকিস্তানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কিন্তু সবাই বুঝতে পেরেছে যে, যুক্তরাষ্ট্রের সেই মিশন ব্যর্থ হয়েছে। এর আগে লাভরভ আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতির জন্য মার্কিন ও ন্যাটো সেনাদের ‌‘তাড়াহুড়ো প্রত্যাহারকে’ দায়ী এবং প্রতিবেশিদের মাঝে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন।

তিনি বলেছেন, আমরা সম্প্রতি দুর্ভাগ্যজনকভাবে আফগানিস্তানে দ্রুত অবনতিশীল পরিস্থিতি দেখছি। যুক্তরাষ্ট্র এবং ন্যাটো জোটের সৈন্যদের তাড়াহুড়ো প্রত্যাহারে দেশটিতে রাজনৈতিক এবং সামরিক পরিস্থিতির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

গত সপ্তাহের তালেবানের একটি প্রতিনিধিদের সঙ্গে মস্কোতে বৈঠক করেছেন রাশিয়ার কর্মকর্তারা। ওই বৈঠকে আফগানিস্তানের প্রায় ৮৫ শতাংশ এলাকা দখলে নেওয়ার দাবি করেছে এই গোষ্ঠী।

তালেবানের অগ্রগতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে মস্কো।

news24bd.tv/আলী