পাটুরিয়ায় দীর্ঘ যানজট, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা

পাটুরিয়ায় দীর্ঘ যানজট, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা

অনলাইন ডেস্ক

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঈদে ঘরমুখো যাত্রীদের ভিড় দেখা গেছে। পাটুরিয়া ঘাটে দীর্ঘ যানজট, পারের অপেক্ষায় হাজারেরও বেশি যানবাহন। এতে সাধারণ যাত্রীরা পড়েছেন চরম বিপাকে।  

আজ শনিবার ভোরে মানিকগঞ্জ থেকে পাটুরিয়া ঘাটে অন্তত দুই হাজারেরও বেশি যানবাহন পারের অপেক্ষায় আছে।

ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘরে ফেরা মানুষের ভিড় বেড়েছে। এসময় ঘাট এলাকায়  ৪ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গিয়েছে। এদিকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অসুস্থ হয়ে পড়ছেন 
সাধারণ যাত্রীরা।

আরও পড়ুন:


এক নজরে দেখে নিন ইতিহাসে আজকের এই দিনে কি কি ঘটেছিল!

ঘুমানোর আগে ও পরে সূরা আল ফালাক পাঠে ফজিলত অনেক

অসুস্থ পরিণীতি

সন্তানের মতো যত্নে পালিত হয় কুষ্টিয়ার সেরা গরু  

তবে জানা যায়, যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ।

 

পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক জানান, "যানবাহনের চাপের কথা চিন্তা করে সবগুলো ফেরি পরিচালনা করা হচ্ছে। কর্মচারী ও কর্মকর্তারা অতিরিক্ত সেবা দিয়ে যাচ্ছেন। পরিবহন এবং ছোট ও জরুরি যানবাহনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। "

news24bd.tv রিমু