আজ থেকে শুরু পবিত্র হজের আনুষ্ঠানিকতা

আজ থেকে শুরু পবিত্র হজের আনুষ্ঠানিকতা

অনলাইন ডেস্ক

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এ বছর হজে পালন করতে কয়েক হাজার মুসল্লি আরাফাতের ময়দানে জড়ো হয়েছেন। আল জাজিরার খবরে জানা যায়, গত বছরের মতো এবার সীমিত আকারে পালন করা হচ্ছে হজ।  

করোনা মহামারি শুরুর আগে প্রতি বছর প্রায় ২৫ লাখ মানুষ হজ করতেন।

গত দু'বছর ধরে করোনা মহামারির কারণে বড় ধরনের সমাগম নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ করা হয় বিদেশি হজ যাত্রীদেরও। তাই গত বছর সীমিত পরিসরে স্থানীয় এবং সৌদি অবস্থানরত বিদেশি নাগরিকদের হজ করার অনুমতি দেয়া হয়। এ বছরও একই ব্যবস্থা।

আরও পড়ুন:


পাটুরিয়ায় দীর্ঘ যানজট, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা

ঘুমানোর আগে ও পরে সূরা আল ফালাক পাঠে ফজিলত অনেক

অসুস্থ পরিণীতি

সন্তানের মতো যত্নে পালিত হয় কুষ্টিয়ার সেরা গরু  

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর মাত্র ৬০ হাজার মানুষ পবিত্র হজ পালন করতে পারবেন। যারা হজ পালন করবেন তাদের সবাইকে টিকা দেয়া হয়েছে।

এছাড়া, গত পাঁচ বছর যারা হজ পালন করেন নি এ বছর সেসব ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।  আর হজ করেন নি ৫০ বছর বয়সী বা তার চেয়ে বেশি বয়সী ব্যক্তিদেরও অগ্রাধিকার দেয়া হচ্ছে ।  

news24bd.tv রিমু  

এই রকম আরও টপিক