বিয়েকে স্মরণীয় করে রাখতে আত্মীয়-পরিজনদের নিমন্ত্রণ করেন যুগলরা। কিন্তু নিমন্ত্রণ পত্রে যদি জুড়ে দেয়া থাকে অনেকগুলো শর্ত তাহলে তা তিক্ত অভিজ্ঞতায় পরিণত হতে পারে। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে ভারতে।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানা যায়, বিয়েতে উপস্থিত থাকার জন্য এক যুগল নিমন্ত্রিতদের যে সব শর্ত পালন করতে বলেছেন, তা নিয়ে নেটমাধ্যমে চলছে প্রবল আলোচনা।
দেখুন সেই শর্তাবলী—
• অনুষ্ঠানের ১৫ মিনিট থেকে আধ ঘণ্টা আগে আসুন
• দয়া করে ক্রিম, সাদা রঙের পোশাক পরে আসবেন না
• সাধারণ বব এবং পনিটেল ছাড়া কোনও কিছু চলবে না
• সারা মুখ জুড়ে মেক আপ করবেন না
• অনুষ্ঠানের কোনও ভিডিয়ো করবেন না
• নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ ফেসবুক ব্যবহার করবেন না
• ছবি পোস্ট করার সময় নির্দিষ্ট হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে
• কনের সঙ্গে কথা বলবেন না
• অবশ্যই ৭৫ ডলারের বেশি মূল্যের উপহার আনবেন
এই শর্ত নিয়ে কোনও দ্বন্দ্ব থাকলে তা দূর করার জন্য ফোন করার পরামর্শও দিয়েছেন ওই দম্পতি। শর্তের এই সব তালিকা দেখে নেটাগরিকরা বলছেন, ‘‘এমন বিয়ে উপস্থিত থাকার থেকে পালিয়ে যাওয়াই ভাল। ’’
news24bd.tv / নকিব