কুয়ায় পড়া সেই মেয়েকে উদ্ধার করতে গিয়ে মারা গেল আরও ১১ জন

কুয়ায় পড়া সেই মেয়েকে উদ্ধার করতে গিয়ে মারা গেল আরও ১১ জন

অনলাইন ডেস্ক

খেলতে গিয়ে ৪০ ফুট গভীর একটি কুয়ায় পড়ে যায় আট বছরের এক শিশু। এরপর ওই শিশুকে উদ্ধারে চেষ্টা চালায় গ্রামবাসী। কিন্তু কে জানে যে সেখানেই ঘটবে এমন বিপত্তি। এক শিশুকে উদ্ধার করতে গিয়ে মৃত্যু হয়েছে আরও ১১ জনের।

 

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের মধ্যপ্রদেশের বিদিশার গঞ্জবাসোদা গ্রামে এই ঘটনা ঘটে। কুয়ায় পড়া ওই কিশোরী খেলতে খেলতে পড়ে যায় বলে জানা গেছে। খবর পেয়ে গ্রামবাসী মেয়েটিকে উদ্ধারের চেষ্টা শুরু করে। কিন্তু অনেক বেশি সংখ্যক মানুষ কুয়ার ধারে যাওয়া কুয়ার দেয়াল ধসে প্রায় ৪০ জন কুয়ার মধ্যে পড়ে যান।

 

শেষ পাওয়া খবর পর্যন্ত এখনও ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। ২০ জনের বেশি সংখ্যক মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন


খুলনায় করোনায় আরও ১১ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ১৬ জনের মৃত্যু

ভোলায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন জান্নাত বেগম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার দীর্ঘ যানজট


তাদের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই কিশোরীর কী অবস্থায় রয়েছে, প্রশাসন সে বিষয়ে কিছু জানায়নি।  

পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর অব জেনারেল (ভোপাল ডিভিশন) সাই মনোহর জানান, কুয়ার দেওয়াল ধসে যাওয়ার ফলে ৪০ জন  ভেতরে পড়ে যান। ঘটনাস্থলে তিনটি জেসিবি মেশিন, এনডিআরএফ ও সেনাবাহিনী রয়েছে।

news24bd.tv এসএম