অলিম্পিকে গিয়ে উগান্ডার এক খেলোয়াড় ‘নিখোঁজ’

অলিম্পিকে গিয়ে উগান্ডার এক খেলোয়াড় ‘নিখোঁজ’

অনলাইন ডেস্ক

‘গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিকে অংশ নিতে জাপানের রাজধানী শহর টোকিও গিয়ে নিখোঁজ হয়েছেন উগান্ডার এক খেলোয়াড়। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ইজুমিসানো সিটি কর্তৃপক্ষ। তাকে খুঁজতে পুলিশের সহায়তা নেয়া হচ্ছে বলেও জানায় তারা।

নিখোঁজ হওয়া উগান্ডার অ্যাথলেটের নাম জুলিয়াস সেকিতোলেকো (২০)।

তিনি একজন ভারোত্তোলক।

সংবাদ সংস্থা রয়টার্স জানায়, পশ্চিম জাপানের একটি প্রশিক্ষণশিবির থেকে উগান্ডার জাতীয় দলের একজন ক্রীড়াবিদ নিখোঁজ হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা বলছেন, এ ঘটনা সম্পর্কে দলটির পক্ষ থেকে শুক্রবার জানানোর পর পুলিশ তাকে খুঁজে বের করার তৎপরতা শুরু করেছে। উগান্ডা থেকে আসা দলটি ওই এলাকাতেই অবস্থান করছে।


আরও পড়ুনঃ

খুলনায় করোনায় আরও ১১ জনের মৃত্যু

ভোলায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন জান্নাত বেগম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার দীর্ঘ যানজট

কলকাতায় খুলতে পারে সেই কাকলি ফার্নিচারের শোরুম!


news24bd.tv / নকিব