বৃদ্ধ বাবা-মাকে মারপিটের মামলা তুলে নিতে হত্যার হুমকি ছেলে ও তার সহযোগীদের

বৃদ্ধ বাবা-মাকে মারপিটের মামলা তুলে নিতে হত্যার হুমকি ছেলে ও তার সহযোগীদের

Other

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃদ্ধ বাবা-মাকে মারপিটের ঘটনায় মামলার আসামীরা জামিনে বের হয়ে বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য হত্যার হুমকি দিচ্ছে। নিজেদের জীবন বাচাঁতে এবং আসামীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী বাবা-মা।

শনিবার (১৭ জুলাই) ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিটি কার্যালয় কলেজপাড়ায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ তুলে ধরেন বৃদ্ধ দম্পতি।

সংবাদ সম্মেলনে নির্যাতিত কুলসুম বিবি ও আজিম উদ্দিন লিখিত বক্তব্যে বলেন, জেলার পীরগঞ্জ উপজেলার দিহানগর মৌজায় ১৬৮ শতক জমি সরকার কর্তৃক একশ বছরের জন্য লীজপ্রাপ্ত হয়ে বসবাস ও চাষাবাদ করে জীবনযাপন করছি।

লীজপ্রাপ্ত জমির মধ্যে ৩৮ শতক নিজেদের দখলে নিতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালায় বড় ছেলে কফিল উদ্দিনসহ অনেকে।

এমতাবস্থায় গত ৯ জুলাই ওই জমি দখল নিতে পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের দেহানাগড় ডাঙ্গীপাড়ায় নিজ বাসায় ফেরার পথে কুলসুম ও আজিম উদ্দিনকে পথরোধ করে বেধরক মারপিট করে তাদের ছেলে ও ছেলের সহযোগীরা। বাবা-মাকে মারপিটের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পরে এলাকাবাসি বৃদ্ধ বাবা-মাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন


বরিশাল শের-ই বাংলা মেডিকেলে আজও ১২ জনের মৃত্যু

মেসি নির্দোষ, অভিযোগের সত্যতা পায়নি স্পেনের আদালত

কুয়ায় পড়া সেই মেয়েকে উদ্ধার করতে গিয়ে মারা গেল আরও ১১ জন

খুলনায় করোনায় আরও ১১ জনের মৃত্যু


মারপিটের ঘটনায় আত্মীয় খালেদুরের নির্দেশে বাদির ছেলে কফিল উদ্দীন, মানিক হোসেন, মুক্তার হোসেন, আবু তাহের, মালেকা বেগম, জেসমিন জড়িত থাকার অভিযোগে বৃদ্ধ বাবা-মা বাদি হয়ে আদালতে একটি মামলা করেন। মামলার পরের দিনেই আসামীরা জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বৃদ্ধ কুলসুম বিবি ও আজিম উদ্দিনকে প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ বৃদ্ধ দম্পতির।

উপায় না পেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী বাবা-মা। এছাড়া অভিযুক্ত ব্যক্তি খালেদুর একজন মাদক ব্যবসায়ী। তার নামে একাধিক মামলা রয়েছে যা আদালতে বিচারাধীন বলে জানান তারা।

news24bd.tv এসএম