বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু

বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু

Other

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জন এবং উপসর্গ ১৩ জন মারা গেছেন।

করোনাভাইরাসে মৃত ৫ জন  হলেন বগুড়ার গাবতলী উপজেলার নুরুল ইসলাম (৭৫) ও আসমা শিরীন (৬৪), আদমদিঘীর রাবেয়া (৬০) ও জহুরুল ইসলাম (৬৫) এবং শিবগঞ্জের মিঠুন (১৬)। এছাড়া বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে করোনা উপসর্গে আরও ১৩জন মারা গেছেন।  

শনিবার সকালে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহীন।

আরও পড়ুন:

ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ট্রাক চাপায় নিহত ২

পশ্চিম ইউরোপে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ১২০

অন্তঃসত্ত্বা অবস্থায় কী কারণে জ্ঞান হারিয়েছিলেন কারিনা!

পাটুরিয়ায় দীর্ঘ যানজট, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা

তিনি জানান, সবশেষ গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৩২৮টি নমুনা পরীক্ষায় ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪৭ দশমিক ৫৬ শতাংশ। এদের মধ্যে সদরের ১৪৮ জন, ধুনটের ২ জন, সারিয়াকান্দি, শিবগঞ্জ, নন্দীগ্রাম,  শেরপুর, গাবতলী ও শাজাহানপুরের আছে একজন করে। এদিকে একই সময়ে সুস্থ হয়েছেন আরও ১৪৭জন।

তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৬ হাজার ৮৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩১৫জন এবং মৃত্যু হয়েছে ৪৯৯ জনের । এছাড়া চিকিৎসাধীন আছেন ২ হাজার ৬৬জন ।

news24bd.tv রিমু  

এই রকম আরও টপিক